শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ০২:৫০:৪৪

দুর্নীতির মামলায় বনি সেনগুপ্ত : অতঃপর...

দুর্নীতির মামলায় বনি সেনগুপ্ত : অতঃপর...

বিনোদন ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছেন বনি সেনগুপ্ত। গত কয়েক দিন ধরে খবরের শিরোনামে ওপার বাংলার নায়ক বনি সেনগুপ্তের নাম ঘুরে ঘুরে শোনা যায়। তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ৪০ লাখ টাকা বনির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কিছুদিন আগেই কুন্তল গ্রেপ্তার হন নিয়োগ দুর্নীতি কাণ্ডে। 

এরপরই জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বনিকেও। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট- ইডির তরফ থেকে ডাকা হয় এই অভিনেতাকে। গত মঙ্গলবার দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর আগের দিন তাকে ৮ ঘণ্টা ধরে জেরা করা হয়। প্রথমদিনের জিজ্ঞাসাবাদের পর বনি যা যা জানিয়েছেন ইডিকে সেটার প্রমাণ হিসেবে তাকে নথি জমা করতে বলা হয়েছিল।

বনি ইডিকে জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন যে, তাকে একটি ছবির জন্যই কুন্তল এই টাকাটি দিয়েছিলেন। ৪০ লাখ টাকা তার পারিশ্রমিক হিসেবেই দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষ। কিন্তু বনি সেনগুপ্ত একটি ছবির জন্য ৪০ লাখ কীভাবে পান? উঠেছে এমন প্রশ্ন।

মঙ্গলবার ইডির দপ্তর থেকে বেরিয়ে বনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তিনি মন্তব্য করেন, ‘আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। এতগুলো বছর খেটে আমি পরিশ্রম করে এই পারিশ্রমিক অর্জন করেছি। তাই সেটার ওপর কেউ কথা বলতে পারে না।’

অভিনেতার এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়। চলতে থাকে ব্যাপক ব্যঙ্গ বিদ্রুপ। পড়ে যায় হাসির রোল। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই প্রশ্ন, বনি সেনগুপ্তের কয়টা ছবি বক্স অফিসে হিট করেছে? যার কারণে তিনি ৪০ লাখ টাকা পারিশ্রমিক পান?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে