বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারই এক প্রতিবেশী দম্পতি। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কলকাতার একটি আবাসনে বসবাস করেন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, তার ফ্ল্যাটে গানবাজনা করা হয়। যা প্রতিবেশীর শান্তিভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনই এক অভিযোগ তুলে অভিনেতার বিরুদ্ধে মামলাটি করেছেন দেবের প্রতিবেশী নিকোলাস ওয়ারেন বার্ড। প্রবীণ দম্পতির অভিযোগ, বসবাসের জায়গায় ব্যবসা করছেন দেব। সেখানে তার একটি মিউজিক স্টুডিও রয়েছে।
যদিও এই অভিযোগে সরাসরি হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। দেবের প্রতিবেশীকে কলকাতা পৌরসভায় যেতে বলেছেন উচ্চ আদালত। আর এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানাবেন পৌরসভার লাইসেন্স বিভাগের প্রধান ম্যানেজার। এদিকে পৌরসভার আইনজীবী শুভ্রাংশু পাণ্ডা আদালতে জানান, নিজের বাসস্থানে কেউ ছোটখাটো ব্যবসা করলে অনুমতি দেওয়া হয়।
তাই দেবকেও লাইসেন্স দেওয়া হয়। তা ছাড়া এ নিয়ে পৌরসভার দায়িত্ব সীমিত। মামলাকারীর আইনজীবী পার্থসারথি দেববর্মন বলেন, 'বসবাসের জায়গায় কোনোভাবেই ব্যবসা করা যায় না। পৌরসভার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। তার পর আবার বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করবও।'