সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১২:৫৩:৫০

৪ ঘণ্টা বৈঠক ডিবিপ্রধানের সঙ্গে : বের হয়ে শাকিব যা বললেন

৪ ঘণ্টা বৈঠক ডিবিপ্রধানের সঙ্গে : বের হয়ে শাকিব যা বললেন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’সিনেমার নামধারী প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) লিখিত অভিযোগ করেছেন। রোববার বিকেল ৩টা থেকে টানা ৪ ঘণ্টা সেখানে অবস্থান করেন ঢালিউড নবাব। সন্ধ্যা ৭টার দিকে বের হয়ে মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

ডিবিপ্রধান হারুন ভাইয়ের সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে অনেক সময় দিয়েছেন। দীর্ঘ সময় নিয়ে আমার অভিযোগটি শুনেছেন। আমার সব ধরনের নথি-প্রমাণ দেখেছেন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, যত দ্রুত সম্ভব এই প্রতারককে (রহমত উল্ল্যাহ) তারা আইনের আওতায় নিয়ে আসবেন।

‘আমি আশ্বস্ত তার কথা শুনে। আমার বিশ্বাস অন্যান্য মামলাগুলো যেভাবে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়েছে, এই অপরাধীকেও তারা দ্রুত ধরবেন। আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমার অভিযোগ তিনি (হারুন) গ্রহণ করেছেন।’ এর আগে গতকাল শনিবার মধ্য রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। 

সেখানে রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে চাইলেও পুলিশ তা নেয়নি। এ কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শাকিব। রহমত উল্ল্যাহ নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক দাবি করলেও শাকিবের মতে, এই সিনেমার মূল প্রযোজক ভারটেক্স মিডিয়ার জানে আলম। 

শাকিব বলেন, ‘প্রযোজক নামধারী প্রতারক রহমত উল্ল্যাহ শুধু আমার সঙ্গেই প্রতারণা করেনি, গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। লাখো-কোটি মানুষ আমাকে পছন্দ করে, তাদের সঙ্গে প্রতারণা করেছে। মিথ্যা এবং ভুয়া সংবাদ ছড়িয়েছে সবার কাছে। আমার মনে হয় এ কাজের জন্য রহমত উল্ল্যাহ একা ছিল না। 

তার পেছনে আরও অনেক লোক জড়িত ছিল। তা না হলে রহমত উল্ল্যাহর মতো একজন ভুয়া প্রযোজক নামধারী বাটপার এফডিসির ভেতরে গিয়ে তিন-চারটা প্রধান সংগঠনে ভুল তথ্য দিয়ে বিচার চেয়েছে!’ঢাকাই সিনেমার এই তারকার মতে, রহমত উল্ল্যাহর মূল উদ্দেশ্য টাকা হাতিয়ে নেওয়া। এ জন্যই বারবার টাকা চেয়ে মীমাংসার কথা বলেছেন।

শাকিব বলেন, ‘অপু বিশ্বাসকে নিয়ে আমার সঙ্গে একবার দেখা করেছে সে। ওই সময়ও সে টাকা চেয়েছে। আমার সঙ্গে ছবি তুলে প্রকাশ করে তাৎক্ষণিক বলেছে, আমি নাকি ৩০০ টাকার স্ট্যাম্প এনে সমঝোতা করতে চেয়েছিলাম! এই প্রতারক এমনভাবে দিনের পর দিন মিথ্যাচার করে যাচ্ছে সবার কাছে।’

যে কোনো সময় রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন বলে আশঙ্কা করছেন শাকিব খান। সেজন্যই তিনি দ্রুত করে আইনের দ্বারস্থ হয়েছেন। তবে গুলশান থানায় গিয়ে নিরাশ হওয়ার বিষয়ে শাকিবের বক্তব্য, “একজন সাধারণ মানুষ হিসেবে থানায় গিয়ে মামলা করতে পারব না, এটা তো আশ্চর্যজনক বিষয়!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে