বিনোদন ডেস্ক : আনন্দের খবর যেটাই হোক, তাতে সব মানুষই উচ্ছ্বসিত থাকে। যেমন আছেন মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী লিন্ডসে লোহান। কি সুখবর দিলেন তিনি, তা জানার জন্য অধির আগ্রহ বিরাজ করছে সবার ভেতরে।
শেষ পর্যন্ত জানা গেল, মা হতে যাচ্ছেন হলিউডের জনপ্রিয় ও আলোচিত এই অভিনেত্রী। তার অফিশিয়াল ইনস্টাগ্রামে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাই তিনি এত উচ্ছ্বসিত।
শিশুর জামার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই গায়িকা।
এদিকে লোহানের বাবা মাইকেল লোহানও গণমাধ্যমকে জানিয়েছেন, তার কন্যা মা হতে যাচ্ছেন। একটি মেসেজের মাধ্যমে সন্তানসম্ভবা হওয়ার খবরটি বাবাকে জানান লিন্ডসে। তিনি লিখেছেন, ড্যাডি, আই অ্যাম প্রেগন্যান্ট।
মাইকেল বলেছেন, ও আমাকে টেক্সট করে এ খবর দিলো। লোহানের স্বামী বাদের শাম্মাস। তাদের প্রথম একসাথে দেখা গিয়েছিল দুবাইয়ের একটি মিউজিক ফেস্টিভ্যালে। তখনই হৃদয়ের লেনদেন করেছিলেন তারা।