সোমবার, ২০ মার্চ, ২০২৩, ০৯:৫৪:৪২

শাকিবকাণ্ড : ফেসবুকে কী ইঙ্গিত বুবলির

শাকিবকাণ্ড : ফেসবুকে কী ইঙ্গিত বুবলির

বিনোদন ডেস্ক : কয়েকদিন ধরেই চলছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ একে অপরের বাহাস। গুরুতর অভিযোগ আনেন এক প্রযোজক। প্রযোজক রহমত উল্ল্যাহর দাবি, ধর্ষণের অভিযোগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন শাকিব খান। 

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন রহমত উল্ল্যাহ। তারই পরিপ্রেক্ষিতে ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে থানায় গেলেন শাকিব খান। গুলশান থানায় উপস্থিতও হন শাকিব খান। তবে পুলিশ মামলাটি নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেওয়া হয়েছে। 

শাকিব খান বলেন, “রহমত উল্ল্যাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ' সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম, যা চুক্তিপত্রেও লিখিত আছে।  বানোয়াট মিথ্যাচার করেছেন তিনি। 

এমন পাল্টাপাল্টি অভিযোগ চলাকালেই গতকাল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে মুখ খুলেছেন শবনম বুবলি। বলে রাখা ভালো, “সুপার হিরো” নায়িকা হিসেবে তিনিও এখানে প্রাসঙ্গিক। 

কারণ, রহমত উল্ল্যাহ'র অভিযোগে বলা হয়, ধর্ষণ চেষ্টার ওই ঘটনায় ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় আটক হয়েছিলেন শাকিব খান। তবে ভুক্তভোগী পরে আর এগিয়ে না আসায় অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বিষয়ে আর কোনো ব্যবস্থা নেয়নি।

মূলত, ২০১৮ সালে “সুপার হিরো” সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শাকিব-বুবলী। রহমত উল্ল্যাহর অভিযোগ অনুযায়ী এই সিনেমার শুটিংয়ের সময় গ্রেপ্তার হয়েছিলেন শাকিব খান। যদিও নিজের ফেসবুক পোস্টে মামলা-গ্রেপ্তারের প্রসঙ্গ তোলেননি বুবলী, বরং ওই সফরের আতিথেয়তার স্মৃতিচারণ করেন তিনি। 

এ চিত্রনায়িকা জানান, ২০১৮ সালে “সুপার হিরো” সিনেমার শুটিংয়ের সময় অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের তৎকালীন সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে শাকিব খানসহ অন্যান্য শিল্পী-কুশলীদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে