সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০:১৪:৪৬

রকিবের প্রত্যাবর্তন, মাহির ফুল দিয়ে শুভেচ্ছা

রকিবের প্রত্যাবর্তন, মাহির ফুল দিয়ে শুভেচ্ছা

বিনোদন ডেস্ক : পবিত্র ওমরাহ পালন শেষে চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ও সনিরাজ কার প্যালেসের স্বত্বাধিকারী রকিব সরকার দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলে দুইটি মামলা রয়েছে। মামলাগুলো করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং ব্যবসায়ী ইসমাইল হোসেন।

গতকাল রবিবার সকালে ওই দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাহি। পরে সেখান থেকে তিনি তার ঢাকার বাসভবনে চলে যান। রকিব সরকার গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

সৌদি আরব থেকে ফেরার পর তিনি সাংবাদিকদের বলেন, “মিথ্যা মামলাগুলো আমি আইনগতভাবে মোকাবিলা করবো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সত্যের জয় হবে।” তিনি কোনো অপরাধ করেননি বলেও দাবি করেন।

গত ১৭ মার্চ রাতে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে