বিনোদন ডেস্ক : ২০২৩ সালে ধনী তারকাদের ‘বিউটি ব্র্যান্ড’ হিসাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ‘হেয়ার কেয়ার’ ব্র্যান্ড দ্বিতীয় স্থান অর্জন করেছে। যুক্তরাজ্য ভিত্তিক সৌন্দর্য তুলনামূলক প্ল্যাটফর্ম কসমেটিফাই নতুন প্রতিবেদনে এমনটা জানিয়েছে।
রিপোর্ট অনুসারে, বিশ্বখ্যাত পপতারকা রিহানার ‘ফেন্টি বিউটি’ ৪৭৭.২ মিলিয়ন ইউরো আয় করে ধনী তারকাদের ব্র্যান্ড হিসেবে প্রথম স্থানে রয়েছে। অন্যদিকে ৪২৯.৯ মিলিয়ন ইউরো আয় করে দ্বিতীয় স্থানে প্রিয়াঙ্কা চোপড়ার ‘হেয়ার কেয়ার’ ব্র্যান্ড। এরপর কাইলি জেনারের ‘কাইলি কসমেটিকস’ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের ‘আর.ই.এম. বিউটি’ চতুর্থ এবং সেলেনা গোমেজের ‘রেয়ার বিউটি’ শীর্ষ পাঁচে রয়েছে।
সংস্থাটি তার নতুন প্রতিবেদনে জানিয়েছে, “একটি ব্র্যান্ডের সাফল্য পরিমাপ করার অনেক উপায় আছে, কিন্তু রাজস্ব যুক্তি দিয়ে বোঝানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণে, আমরা সবচেয়ে ধনী তারকা বিউটি ব্র্যান্ডগুলোকে তাদের সাম্প্রতিক বার্ষিক আয়ের উপর ভিত্তি করে একসাথে তালিকা করেছি।”
২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়া তার ‘হেয়ার কেয়ার’ ব্র্যান্ড উদ্বোধন করেন। ভোগ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে তিনি সৌন্দর্য বিষয়ক শিল্পের উদ্যোক্তা হওয়ার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমি সম্প্রতি সৌন্দর্য এবং বিনোদন শিল্প, উভয় ব্যবসায় নেমেছি। এটি আমাকে একদিকে স্টাইলিস্টের চেয়ারে বসিয়েছে এবং অপরদিকে পণ্য ব্যবহারের মধ্যে পার্থক্য শিখিয়েছে।”
তিনি তার চুলের যত্নের যাত্রার কথা মনে করে আরো বলেন, “ছোটবেলায় আমার চুল ছিল না। আমি চিরতরে টাক হয়ে যাই কিনা এ নিয়ে আমার দাদি অনেক ভয় পেয়েছিলেন । তাই তিনি আমাকে তার দুই পায়ের মাঝে বসিয়ে আমাকে একটি ভাল, পুরনো শ্যাম্ডপ দেন। আমার মতে এটি ভাল কাজ করেছে।”
এদিকে সম্প্রতি ‘দ্য ম্যাট্রিক্স: রিসারেকশনস’-এ অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাকে পরবর্তীতে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত রিচার্ড ম্যাডেনের সাথে প্রাইম ভিডিও সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে। সূত্র : হিন্দুস্তান টাইমস