সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩, ০৪:১৫:৩৮

কন্যা সন্তানের মা হলেন হলিউড তারকা

কন্যা সন্তানের মা হলেন হলিউড তারকা

বিনোদন ডেস্ক : দাম্পত্যজীবনের পূর্ণতা পায় সন্তানে মা-বাবা হওয়া। হলিউড সিনেমা ‘দ্য বিগ ব্যাং থিওরি’তে অভিনয়ের মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী ক্যালে কুওকো। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী ১ এপ্রিল অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তার নবাগত কন্যা সন্তান পৃথিবীতে আগমনের খবর ঘোষণা করেন।

এ অভিনেত্রী তার পোস্টে সন্তানের বাবা টম ফেলফ্রের সঙ্গে সেলফিসহ অন্যান্য সুন্দর কিছু ছবি শেয়ার করে সবাইকে এ সুখবর দেন। অভিনেত্রীর স্বামী হলিউড তারকা টম ফেলফ্রে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ভক্ত এবং অনুরাগীদের সঙ্গে কন্যা সন্তান আগমনের সুখবরটি শেয়ার করে লেখেন, প্রথম বাবা হওয়ার আনন্দ উপভোগ করছি।

অভিনেত্রী ক্যালে কুওকো তার ইনস্টাগ্রামে আরও লেখেন, জীবনে প্রথম মা হওয়ার এক বিরল অভিজ্ঞতা অর্জন করলাম। আমি অত্যন্ত আনন্দিত এবং বিমোহিত যে ঈশ্বর আমাদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালের ৩০ মার্চ তাদের কোলজুড়ে প্রথম কন্যা সন্তানের আগমন ঘটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে