বিনোদন ডেস্ক : দাম্পত্যজীবন আলাদা হলেও পেশাগত কাজ থেকে তো আর দূরে থাকা যায় না। সেই কাজের সৌজন্যেই আগামী ঈদে একসঙ্গে আসতে চলেছেন শাকিব-বুবলী। ভেঙে গেছে ঢালিউড জুটি শাকিব খান ও শবনম বুবলীর সংসার। দেড় বছরের বেশি সময় ধরে তারা একসঙ্গে থাকেন না।
বিভিন্ন সাক্ষাৎকারে এ কথা সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশি কিং খান শাকিব। আরও পরিষ্কার করে বললে, ঈদুল ফিতরে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আলোচিত এ জুটির নতুন এবং সর্বশেষ সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’।
অর্থাৎ, এ ছবিটির জন্যই শেষবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন শাকিব ও বুবলী। এরপর তারা আর কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হননি। ঈদে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান।
তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘ঈদে লিডার আসবে কনফার্ম।’ চলতি সপ্তাহে সিনেমাটির টিজার এবং পরে গান মুক্তি দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এম এম মঞ্জুর আরও বলেন, ‘শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ দুটি সিনেমা ঈদে মুক্তির কথা ছিল।
কিন্তু নির্মাতা সূত্রে জানতে পেরেছি, ‘আগুন’ ঈদে মুক্তি পাবে না। সেই হিসেবে শাকিবের ঈদের একমাত্র সিনেমা হতে যাচ্ছে ‘লিডার’!’ তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, শতাধিক হল পাবে ‘লিডার’। কারণ সারাবছর হলে শাকিবের সিনেমার চাহিদা অন্যরকম।
তার নতুন সিনেমা না পাওয়ায় পুরাতন সিনেমা চালানো হয়। এক বছর পর হিরোর সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবেন হিরোর সিনেমা। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যাশা রাখছি, ঈদে ‘লিডার’ শতাধিক হল পাবে।