সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩, ০৫:৩৬:০২

সালমান-ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখে অনেকে বিশ্বাসই করতে পারছেন না!

সালমান-ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখে অনেকে বিশ্বাসই করতে পারছেন না!

বিনোদন ডেস্ক : সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের কথা কার না জানা। তাদের বিচ্ছেদ নিয়েও কম চর্চা হয়নি। এমনকি সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন ঐশ্বরিয়া। তারা বলিউডের অংশ হলেও পরস্পরকে যতটা সম্ভব এড়িয়ে চলতেন।  

তবে গত শনিবার ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পার্টিতে একফ্রমে বন্দি হন সাবেক এই যুগল। সঙ্গে অ্যাশের কন্যাও ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই ছবিটি। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, ‘নীতা মুকেশ আম্বানি কালচালার সেন্টারে’ পার্টির দ্বিতীয় দিনও হাজির হয়েছিলেন সালমান-শাহরুখরা। হলিউড তারকা টম হল্যান্ড, জেন্ডেয়ার সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছিলেন তারা। সেই ছবিতে ধরা দেন হোস্ট নীতা আম্বানিও। ভাইরাল এই ছবিটি লক্ষ্য করলে স্পষ্টই দেখা যাবে ছবির একেবারে বাম দিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঐশ্বরিয়া।  

এদিন কালো রংয়ের সারারায় সেজেছিলেন ঐশ্বরিয়া। আরাধ্যার দেখা মিলল সোনালি সালোয়ার স্যুটে।  অন্যদিকে সবুজ রংয়ের ব্লেজার আর ম্যাচিং প্যান্টে পার্টির শোভা বাড়ান ‘ভাইজান’। 

ছবিটি ভাইরাল হওয়ার পর একজন লিখেছেন, ‘একফ্রেমে সালমান-ঐশ্বরিয়াকে দাঁড় করানোর ক্ষমতা শুরু লিজেন্ড নীতা আম্বানিরই আছে’। 

অন্য একজন লিখেছেন, ‘ক্যামেরাম্যানের প্রশংসা না করে থাকা যাচ্ছে না, সালমান-ঐশ্বরিয়াকে একফ্রেমে বন্দি করা! অসাধারণ কীর্তি’। অনেকেই এই ফ্রেম দেখে বিশ্বাসই করতে পারছেন না যে সালমান-ঐশ্বরিয়া অজান্তে হলেও একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে