মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩, ০৪:৩৮:০৯

পরিণীতির পুরোনো ভিডিও ভাইরাল বাগদানের আগে!

পরিণীতির পুরোনো ভিডিও ভাইরাল বাগদানের আগে!

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া বলেন, ‘আর যাকেই বিয়ে করি, কোনো পলিটিশিয়ানকে বিয়ে করব না। আমি যাকে বিয়ে করব তাকে মজার মানুষ হতে হবে। সে আমাকে শ্রদ্ধা করবে, তাঁর পারফিউম ভালো হতে হবে। আমি সেই ছেলেকে ভালোবাসব যে নিজেই নিজেকে তৈরি করেছে।'

এদিকে বাগদানের আগে ভাইরাল পরিণীতির পুরনো ভিডিও। বিগত কয়েক দিন ধরেই জোর গুঞ্জন খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন পরিণীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চাড্ডা। শোনা যাচ্ছে এপ্রিলের শুরুতেই আংটি বদল করতে চলেছেন তাঁরা।

শিগগিরই তাদের রোকা সেরেমনি। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরিণীতির একটি পুরনো ভিডিও। যেখানে নায়িকাকে বলতে শোনা যাচ্ছে যে, ‘আর যাই হোক না কেন, কোনোভাবেই কোনো রাজনৈতিক নেতাকে বিয়ে করব না’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে