মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩, ১১:০১:৫৫

বাগদান হলো সংগীতশিল্পী ঐশীর, অতঃপর...

বাগদান হলো সংগীতশিল্পী ঐশীর, অতঃপর...

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ফোক সংগীতশিল্পী ঐশীর বিয়ের বাগদান (আংটি বদল) হয়েছে। নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুজ জোহরা ঐশীর বিয়ের প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে। ২ এপ্রিল রাতে তার আংটি বদল হয়।

আংটি বদলের ব্যাপারে ঐশীর মা নাসিমা মান্নান সংবাদ মাধ্যমকে বলেন, জামাইয়ের (ঐশীর হবু বর) সঙ্গে আগে থেকেই ঐশীর চেনা-জানা ছিল। এবার আনুষ্ঠানিকভাবে আমাদের পারিবারিকভাবে পরিচয় ও আংটি বদল হয়েছে।

সামনে সুন্দর দিনক্ষণ দেখে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। ঐশীর নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন। ঐশীর মা নাসিমা মান্নান আরও জানান, ঐশীর হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেছে।

বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছে। উল্লেখ্য, গানের পাশাপাশি ঐশী চিকিৎসক হিসেবেও সুনাম অর্জন করেছেন। রাজধানীর এম এইচ শমরিতা মেডিকেল কলেজ থেকে ২০২১ সালে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাস করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে