বুধবার, ০৫ এপ্রিল, ২০২৩, ০১:০৩:৪৪

কারিনাকে ছেলের দ্বিতীয় বউ হিসেবে যা বললেন শাশুড়ি শর্মিলা

কারিনাকে ছেলের দ্বিতীয় বউ হিসেবে যা বললেন শাশুড়ি শর্মিলা

বিনোদন ডেস্ক : প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু ঝগড়া-বিবাদ হয়েই থাকে। মেয়ে বনাম ছেলে বউ- এই বিষয়ে তর্ক-বিতর্ক বহু আগে থেকেই হয়ে আসছে! এই বিতর্কিত বিষয় নিয়েই নিজের শাশুড়ি শর্মিলা ঠাকুরের কাছে একবার প্রশ্ন রেখেছিলেন বলিউড নায়িকা তথা অভিনেতা সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর।

সে সময় ‘হোয়াট উইমেন ওয়ান্ট’নামে একটি রেডিও শো উপস্থাপনা করছিলেন কাপুর খানদানের এই সুন্দরী কন্যা। যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন কারিনার স্বামী সাইফ আলি খান এবং শাশুড়ি শর্মিলা ঠাকুর। অভিনেত্রী শাশুড়ির কাছেই জানতে চান, মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য? জবাবে একটু ভেবে শর্মিলা বলেন, ‘কন্যা এমন একজন যে আপনার কাছে বড় হয়েছে।

সুতরাং আপনি তার মেজাজ জানেন, আপনি জানেন কী তাকে রাগিয়ে দেবে। কীভাবে সেই ব্যক্তির সঙ্গে আচরণ করতে হবে। আপনি যখন আপনার পুত্রবধূর সঙ্গে দেখা করছেন, তখন তিনি একজন প্রাপ্তবয়স্ক এবং আপনি তার মেজাজ কেমন তা জানেন না। তাই মিলমিশ হতে সময় লাগে।

নতুন মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার বাড়িতে আসছে, তাই আপনাকেই তাকে স্বাগত জানাতে হবে এবং তাকে এমন একটা পরিবেশ দিতে হবে, যা তার জন্য আরামদায়ক।’ তিনি যখন মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করে নবাব পরিবারে আসেন, তখনকার অভিজ্ঞতাও বউমা কারিনার শো-তে তুলে ধরেছিলেন শর্মিলা।

সঙ্গে বলেছিলেন, বিয়েতে মানিয়ে নেওয়া খুব ছোট বিষয় মনে হলেও আদতে সেরকমটা নয়। শর্মিলার কথায়, ‘একটা ছেলেকে দায়িত্ব নিতে হবে মেয়েটি যাতে নতুন পরিবারে মানিয়ে নিতে পারে ভালোমতো। সব ব্যাপারে নাক না গলালেও চলবে।

আমি যদি বলতে থাকি ‘আমার ছেলে না ছোটবেলা এটা খেতে ভালোবাসত, ওটা করতে ভালোবাসত, এটা ভালো খায়’- এসব শো অফ বাধা হয়ে দাঁড়াতে পারে। ওদেরকে নিজেদের মতো ছেড়ে দিতে হবে। আগে ওদের সুযোগ করে দিতে হবে নিজেদের সম্পর্ক মজবুত করার। তারপর তুমি তোমার জায়গাটা নেবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে