বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩, ০৯:৫৪:৪০

১৫-১৬ বছরের ছেলে-মেয়েরা এসব দেখলে ভালো লাগবে? প্রশ্ন সালমানের

 ১৫-১৬ বছরের ছেলে-মেয়েরা এসব দেখলে ভালো লাগবে? প্রশ্ন সালমানের

বিনোদন ডেস্ক : এবার ওটিটি প্ল্যাটফর্মগুলোর ‘অ'শ্লী'লতা’ নিয়ে মুখ খুললেন বলিউড ভাইজান সালমান খান। তার মতে, ‘ওটিটি নতুন প্রজন্মের জন্য মোটেও ভালো নয়। সম্প্রতি ফিল্মফেয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই বিভিন্ন প্রসঙ্গের মধ্যে ওটিটি এ মন্তব্য করেন তিনি। 

সালমান আরও বলেন, ওটিটিতে যে ধরনের, খারাপ দৃশ্য ও গালিগালাজ দেখানো হয়, সেসব বন্ধ হওয়া উচিত। তাদেরও সেন্সর থাকা উচিত। ছোট সন্তানদের ফোনেও এসব দেখা যায়। ১৫-১৬ বছরের ছেলে-মেয়েরা যদি এসব দেখে আপনাদের ভালো লাগবে? আমার মনে হয় কনটেন্ট বিচার-বিবেচনা করে তারপরই আনা উচিত। কনটেন্ট যত ক্লিন হবে, এর ভিউজ তত বাড়বে।

সিনেমার ক্ষেত্রে সেন্সর বোর্ড বিভিন্ন দৃশ্য বাদ দিয়ে থাকেন- যা এখনো বহাল। টেলিভিশনের ক্ষেত্রেও এমন হয়ে থাকে। কিন্তু ওটিটি এই সেন্সরের থেকে বাইরে। এ ব্যাপারে অভিনেতা বলেন, যারা বোল্ড দৃশ্যে অভিনয় করতে চান না, তাদের দূরে চলে যেতে হয়। তারা এখানে কাজের সুযোগ পান না।

সালমান বলেন, ওটিটিতে আপনি সব করে ফেলেছেন। খোলামেলা চু'মু খাচ্ছেন, শারীরিক দৃশ্যে অভিনয় করছেন। যখন বাড়িতে প্রবেশ করছেন, আপনার গাড়ির ড্রাইভার বা নিরাপত্তারক্ষীরা সেটিই দেখছেন। অল্প অল্প ঠিক আছে, যদিও এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

এ অভিনেতার মতে, যারা অভিনেতা হিসেবে প্রকৃত অর্থেই প্রতিভাবান, তারা নিজেদের ব্যক্তিসত্তা বলি দিতে পারছেন না বলে ওটিটি প্লাটফর্মে আসতে পারছেন না। তিনি বলেন, আমরা ভারতীয়। আমাদের সবকিছু নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে