শুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩, ০৪:২৩:৪৫

অসুস্থ ডিপজলের জন্মদিন সিঙ্গাপুরে দুই ছেলেকে নিয়ে উদযাপন

অসুস্থ ডিপজলের জন্মদিন সিঙ্গাপুরে দুই ছেলেকে নিয়ে  উদযাপন

বিনোদন ডেস্ক : মনোয়ার হোসেন ডিপজল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা। বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থা করছেন তিনি। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। বিশেষ দিনে সিঙ্গাপুরে দুই ছেলেকে নিয়ে কেক কাটেন তিনি। বৃহস্পতিবার রাতে ডিপজল তার ফেসবুক পোস্টে জন্মদিনের বেশকিছু ছবি শেয়ার করেন। 

ক্যাপশনে তিনি লিখেছেন, আজকে আমার জন্মদিন। দুই ছেলের সঙ্গে জন্মদিন পালন করলাম সিঙ্গাপুরে। ফ্যামিলিকে খুব মিস করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ১৯৬২ সালের ৬ এপ্রিল রাজধানীর মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন ডিপজল। 

১৯৮৬ সালে নির্মাতা মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তার। ক্যারিয়ারের শুরুটা হয় নায়ক হিসেবে। এরপর ১৯৯৯ সালে ‘ভয়ংকর বিষু’ ও ‘আম্মাজান’ চলচ্চিত্র দিয়ে খলনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু হয় এই অভিনেতার। 

এরপর একের পর এক সিনেমায় খল চরিত্রে অভিনয় করে গেছেন তিনি। এক সময়ের দাপুটে খল অভিনেতা ডিপজল নায়ক চরিত্রে অভিনয় করেও সফলতা পেয়েছেন। বর্তমানে নায়ক ও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে