বিনোদন ডেস্ক : খোশ আমদেদ মাহে রমজান। রমজান নিয়ে ‘মাহে রমজান’ গেয়ে প্রশংসায় ভাসছেন হিরো আলম। এরই ধারাবাহিকতায় ‘ঈদ মোবারক’ শিরোনামে আরও একটি ইসলামিক গান মুক্তি দেবেন তিনি। ইসলামিক ওই গানটির কথা ও সুর করেছেন আনোয়ার শাহ আতহারী। সংগীত আয়োজন করেছেন কাজী মাসুম।
সাউন্ড ডিজাইন করেছেন মাহদি হাসান। এ বিষয়ে হিরো আলম জাগো নিউজকে বলেন, সব সময় নতুন কিছু করতে চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় রমজান মাসে ‘মাহে রমজান’ নামে একটা ইসলামিক গান মুক্তি দিয়ে ছিলাম। সেই ইসলামিক গানটি দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করেছেন।
এরই ধারাবাহিকতায় ‘ঈদ মোবারক’ নামে আরও একটা ইসলামিক গানে কণ্ঠে দিলাম। তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে আরও ইসলামিক গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা আছে। আমি যার সঙ্গে কাজ করছি তিনি অনেক ইসলামিক গানের গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক।
জানা গেছে, ঈদের আগে অন্তর্জালে ইসলামিক গানটি রিলিজ করা হয়। ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। তার হাতে বর্তমানে পাঁচটি সিনেমা রয়েছে। চলতি বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।