শুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩, ০৯:১৮:১৪

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড : নিপুণের অর্থ সহায়তা ক্ষতিগ্রস্তদের

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড : নিপুণের অর্থ সহায়তা ক্ষতিগ্রস্তদের

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার। এবার বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার কথা জানালেন তিনি।

বৃহস্পতিবার তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, একটি কাপড় কিনে আপনি বঙ্গবাজারের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। এরই মধ্যে বিদ্যানন্দের মাধ্যমে জনপ্রিয় শিল্পী তাহসান খান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়। 

অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব পরিবারের পাশে থাকার উদ্যোগের কথা জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে