শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩, ০৪:৫৫:৫০

দীপিকা নাম পরিবর্তন করে শোয়েবকে বিয়ে?

দীপিকা নাম পরিবর্তন করে শোয়েবকে বিয়ে?

বিনোদন ডেস্ক : প্রেম মানে না জাতপাত, ভালোবাসা যেন অন্ধ একটি পরিনয়। টেলি জগতের প্রেমময় জুটি সোহাইব ইবরাহিম ও দিপিকা কেকার দম্পতি। তাদের প্রথম সাক্ষাৎ ‘সসুরাল সিমার কা’ নামের একটি শোতে। এরপর পরস্পরের একে অন্যকে ভালো লাগা।

এ ভালো লাগা থেকেই তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠান হয় সোহাইবের গ্রামের বাড়ি ভুপালে। অনুষ্ঠান ঘরোয়াভাবে হলেও গোপন থাকেনি ভক্তদের কাছে।

পরের দিনই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তখন একটি নিমন্ত্রণপত্রও প্রকাশ পেয়েছিল। সেখানে দীপিকার নাম ফাইজা হিসেবে উল্লেখিত ছিল। সেখান থেকেই ধারণা তৈরি হয়েছিল, বিবাহের জন্য দীপিকা তার নাম পরিবর্তন করেছেন।

এরপর জনপ্রিয় এ টিভি অভিনেত্রী নিজেই ইসলাম গ্রহণের ঘোষণা দেন। সম্প্রতি তাদের ঘর আলোকিত করে সন্তান আসবে পড়ে খবর ছড়িয়ে পড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে