শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩, ০১:০৭:১৪

আসছে ঈদের নাটক ‘আমাকেও সঙ্গে নিও’

আসছে ঈদের নাটক ‘আমাকেও সঙ্গে নিও’

বিনোদন ডেস্ক : মাহে রমজানুল মোবারক শেষে আসছে ঈদুল ফিতর। এ উপলক্ষে বিশেষ নাটক ‘আমাকেও সঙ্গে নিয়ো’। পুরো নাটকটির চিত্রায়ণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকাতে বসবাসকারী সম্পূর্ণ নতুন মুখ নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

রাজিবুল ইসলাম রাজীব এর রচনায় ও কামাল উদ্দিনের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন অলিভ আহমেদ। নাটকটি নিয়ে নির্মাতা কামাল বলেন, ‘রোমান্টিক গল্পে তৈরি হয়েছে নাটকটি।

প্রেক্ষাপট বিবেচনায় ও গল্পের চাহিদা অনুযায়ী পুরো নাটকের দৃশ্যায়ন করা হয়েছে আমেরিকাতে। একদম নতুন মুখ নিয়ে কাজটি করেছি। আশা করছি, ফ্রেশ একটি গল্পে ফ্রেশ বিনোদন উপভোগ করবেন দর্শক।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শোভন আনোয়ার, জোহরা হোসেন, আকাশ আহসান, আয়নুন নাহার রলি প্রমুখ। জানা গেছে, আসন্ন রোজার ঈদে নাটকটি বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে