রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩, ০৩:০৩:৩০

বাংলাদেশের কোনো নায়ক নায়িকাকে কি চেনেন? যা জানালেন আরবাজ খান

বাংলাদেশের কোনো নায়ক নায়িকাকে কি চেনেন? যা জানালেন আরবাজ খান

বিনোদন ডেস্ক : বাংলাদেশের কোনো নায়ক নায়িকাকে চেনেন না বলিউড অভিনেতা আরবাজ খান। সম্প্রতি ঢাকায় সালমান খানের প্রতিষ্ঠিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের অধিনে একটি পোশাকের শোরুম উদ্বোধন করতে ঢাকায় আসেন এই বলিউড তারকা।

সেখানেই এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি কিছু চরিত্রের নাম বলতে পারি। আমি দুঃখিত যে আমি বাংলাদেশের কোনো ফিল্ম স্টারের নাম জানি না।’ বাংলাদেশে আগমনের অনুভূতি জানিয়ে আরবাজ খান বলেন, ‘এই দেশে আসার অনুভূতি অসাধারণ।

আমি কয়েক বছর আগেও এসেছিলাম কাজের সূত্রে। এখানকার মানুষ খুবই অতিথি পরায়ণ। তাদের অভ্যর্থনা দারুণ। আমার মনেই হচ্ছে না যে আপন মানুষদের থেকে দূরে আছি। আশা করছি পরবর্তীতে আসলে আরেকটু বেশি সময় নিয়ে আসবো, যাতে এই দেশটা ঘুরে দেখতে পারি।’

বলিউডেও বাংলাদেশি অভিনয়শিল্পীদের নেবেন, যদি প্রয়োজন হয়। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আরবাজ ভদ্রতা করে এমনটাই বলেন। আরবাজ বলেন, যদি গল্প এমন হয় যে সেখানে বাংলাদেশি শিল্পী দরকার হলে অবশ্যই আমরা নিব।

যদি এমনও হয় যে এমন কোনো গল্প বাংলাদেশ থেকে আমাদের কাছে আসে তাহলে আমরা এখানে এসে শুটিং করব। প্রয়োজনে আমরা আলোচনা করে কাজ করব। সব কিছু গল্পের ওপর নির্ভর করে।’ বলিউডে আরবাজ খান ‘পার্টনার শুক্লা’ নামে নতুন একটি সিনেমা প্রযোজনা করছেন।  আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে এটা মুক্তি পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে