বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া আরও রোগা হতে চান। তিনি চান জিরো সাইজ ফিগারের অধিকারী হতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী।
দেখা গেছে, আগের চেয়ে অনেক বেশী রোগা হেয়েছেন পরিণীতি চোপড়া। দেখতে-শুনতেও মন্দ লাগছে না। তবুও নাকি তিনি সন্তুষ্টু নন। এখনই নাকি থামতে চাইছেন না এ অভিনেত্রী।
জানা গেছে, তিনি আরও বেশি রোগা হতে চাচ্ছেন। সাইজ জিরো ফিগারে না হওয়া পর্যন্ত নাকি তিনি থামবেনই না। আসলে আয়না নিজের ট্রিমড ফিগার দেখতে নাকি পরিণীতির খুব ভালো লাগছে। আর তাই নাকি তিনি এ পরিকল্পনা নিয়েছেন।
এই জন্য নাকি এই অভিনেত্রী কষে প্ল্যানিংও করেছেন। আর এই ব্যাপারে তার আদর্শ নাকি তার দিদি প্রিয়ঙ্কা নয়, তিনি ফলো করছেন নবাব বধূ বেগম কারিনা কাপুর খানকে। তাহলে কারনিার পর আরও একজন জিরো ফিগারের অভিনেত্রীকে পেতে চলেছে বলিউড।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন