সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ০৪:২৫:১৯

ভিন্ন এক চরিত্রে ঈদের ইত্যাদিতে দেখা যাবে রিচিকে

ভিন্ন এক চরিত্রে ঈদের ইত্যাদিতে দেখা যাবে রিচিকে

বিনোদন ডেস্ক : আমেরিকা প্রবাসী জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানকে নন্দিত উপস্থাপক হানিফ সংকেতের এবারের ঈদের ইত্যাদিতে দেখা যাবে । ঈদের ইত্যাদির বিশেষ একটি পর্বে রিচির উপস্থিতি থাকবে।
 
ঈদ ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর ইত্যাদিতে পরিবেশিত হয় এ মিউজিক্যাল ড্রামা। এ মিউজিক্যাল ড্রামায়ই দর্শকদের সামনে আসবেন রিচি।
 
এবারের মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে এরকম তিনটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। এতে রিচি সোলায়মান ছাড়াও অভিনয় করেছেন প্রাণ রায়, আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, রাশেদ মামুন অপু, রিমু রোজা খন্দকার, কাইফ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী।
 
উল্লেখ্য, রিচি সোলায়মান আমেরিকা প্রবাসী। দীর্ঘদিন পর ঈদ ইত্যাদিতে তাকে আবারও দেখা যাবে। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে