মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ০৪:২৭:৪৫

শাহরুখ খানের অঙ্গীকার, অ্যাসিড দগ্ধদের পাশে থাকার

শাহরুখ খানের অঙ্গীকার, অ্যাসিড দগ্ধদের পাশে থাকার

বিনোদন ডেস্ক : কিং খানখ্যাত শাহরুখ বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের জন্য কলকাতায় হাজির হয়েছিলেন  পরদিন বিকেলে শহর ছাড়েন শাহরুখ। শুক্রবার সকালে তিনি কেকেআরের হোটেলেই আমন্ত্রণ জানিয়েছিলেন সেইসব মানুষগুলোকে যারা জীবনের সব প্রতিকূলতাকে ফুঁ দিয়ে উড়িয়ে এগিয়ে চলেছেন।

বলিউড অভিনেতা শাহরুখ খান যে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এমনটা কারোর অজানা নয়। এবার কলকাতার অ্যাসিড দগ্ধদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটালেন শাহরুখ, দিলেন জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার মন্ত্র।

শাহরুখের মীর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অ্যাসিড দগ্ধদের সমাজের মূলস্রোতের সঙ্গে জোড়ার কাজ করে চলেছে। বৃহস্পতিবার কেকেআরের ম্যাচের জন্য কলকাতায় হাজির হয়েছিলেন শাহরুখ। পরদিন বিকেলে শহর ছাড়েন শাহরুখ।

শুক্রবার সকালে তিনি কেকেআরের হোটেলেই আমন্ত্রণ জানিয়েছিলেন সেইসব মানুষগুলোকে যারা জীবনের সব প্রতিকূলতাকে ফুঁ দিয়ে উড়িয়ে এগিয়ে চলেছেন। প্রেম প্রত্যাখান করায় অথবা কাছের মানুষদের ছোঁড়া অ্যাসিডেই শরীর ও মনে ক্ষত তৈরি হয়েছে তাদের।

কিন্তু হার মানেননি তারা। এদিন শাহরুখের দেখা মিলল ধূসর রংয়ের শার্ট এবং ব্লু ডেনিমে, চোখে রোদ চশমা। হাসিমুখে সবার অবস্থা জানলেন, খোঁজ নিলেন কীভাবে সাহায্যের হাত আরও সুদৃঢ়ভাবে বাড়িয়ে দিতে পারেন তিনি। গল্প-গুজব শেষে চলল ছবি তোলবার পালা।

প্রত্যেক অ্যাসিড দগ্ধ তরুণীর সঙ্গে আলাদা-আলাদাভাবে ছবির জন্য পোজ দেন পাঠান। স্বভাবতই শাহরুখে মুগ্ধ নেটপাড়া। ফ্যান পেজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেইসব ছবি। এক শাহরুখ ভক্ত লিখেন, ‘একটাই তো মন কতবার জিতবে?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে