মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১১:০৪:১৫

এটা ওদের অহংকার যে, বাঙালিদের আমরা বসিয়ে রাখছি; আইপিএল নিয়ে ওমর সানী

এটা ওদের অহংকার যে, বাঙালিদের আমরা বসিয়ে রাখছি; আইপিএল নিয়ে ওমর সানী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তিনি। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সামাজিকমাধ্যমে  আলোচনা করতে দেখা যায় তাকে। জনপ্রিয় এ নায়ক এবার ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে (আইপিএল) বাঙালি ক্রিকেটারদের বসিয়ে রাখা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। 

সোমবার বিকাল ৪টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘পৃথিবীর এক নম্বর ব্যাটসম্যান হন আর বোলার হন, কোনো লাভ নেই। আইপিএলে তোমাকে বসিয়ে রাখবে ৯০ শতাংশ। এটা ওদের অহংকার যে, বাঙালিদের আমরা বসিয়ে রাখছি। নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না।’

তিনি আরও লেখেন, ‘আজকে থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাবেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কাপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, লারা, শচীন টেন্ডুলকার, আরও অনেক। ক্ষুদ্র অভিজ্ঞতা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে