বিনোদন ডেস্ক : আলোচনা-সমালোচনা নিয়েই নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এখন সিনেমা নিয়ে ব্যস্ত। প্রথমবার সিনেমায় অভিনয় করছেন তিনি। নাম ‘সুড়ঙ্গ’। এ সিনেমার শুটিংয়ের জন্য ঈদের কোনো নাটকে কাজ করেননি।
সিলেটে প্রথম লটের পর কিছুদিন বিরতি দিয়ে চট্টগ্রামে দ্বিতীয় শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন এ অভিনেতা। এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা।
প্রথম লটের শুটিং শুরু হয় গত ৪ মার্চ। শুটিং টানা চালিয়ে নেওয়ার কথা ছিল। তবে লোকেশন ভিন্নতার জন্য মাঝে দিনকয়েক গ্যাপ দিতে হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে প্রচণ্ড গরমের মধ্যেই এ সিনেমার শুটিং করছেন বলে জানিয়েছেন তমা।
তিনি বলেন, ‘সুড়ঙ্গ নিয়ে এখনো ব্যস্ত আছি। খুব দ্রুত শেষ করে প্রকাশ্যে আসছি। সবাইকে দেখার আমন্ত্রণ জানাই।