মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ০৪:০২:৪৮

অবশেষে দেশে হিন্দি সিনেমা মুক্তির অনুমোদন, ‘পাঠান’ ঈদের পরেই

অবশেষে দেশে হিন্দি সিনেমা মুক্তির অনুমোদন, ‘পাঠান’ ঈদের পরেই

বিনোদন ডেস্ক : দেশে হিন্দি সিনেমা আমদানিতে আর কোনো বাধা থাকছে না। তথ্য মন্ত্রণালয়ের লিখিত অনুমতিতে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে ১০ এপ্রিল এ সংক্রান্ত একটি আদেশ দেওয়া হয়।

সেখানে বলা হয়েছে, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি সংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের ভিত্তিতে বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর ২৫ (৩৬) (গ) উপ-অনুচ্ছেদের শর্ত প্রতিপালনপূর্বক বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সাফটা ভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার জন্য নিম্নোক্ত শর্ত সাপেক্ষে পরীক্ষামূলকভাবে নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হয়।

এদিকে জটিলতা কেটে যাওয়ায় দেশে ‘পাঠান’ সিনেমা আমদানি হচ্ছে। এছাড়াও ভারতের বিভিন্ন ভাষার শীর্ষ সিনেমাগুলো আমদানি করা হবে বলে জানালেন অনন্য মামুন। বাংলাদেশি এই নির্মাতাই কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে পাঠান সিনেমা আমদানির জন্য আবেদন করেন।

মঙ্গলবার দুপুরে অনন্য মামুন বললেন, ‘আমরা প্রক্রিয়া শুরু করেছি। ঈদের পরে পাঠান আসবে। যেহেতু সেন্সরে জমা দিতে হবে আর আমরা সে পথে হাঁটছি। সেন্সর করাবো, এরপর মুক্তি দেব। এছাড়াও সালমান খানের সিনেমা সহ বেশ কিছু সিনেমা আনার পরিকল্পনা করেছি। যেহেতু শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানি কোনো বাধা নেই, সেহেতু আমরা ধাপে ধাপে আমাদের কাজ শুরু করছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে