বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। পরিচালক বিক্রমাদিত্য মতওয়ানের অ্যামাজন প্রাইমের নতুন হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’ দিয়ে প্রথমবারের মতো হিন্দি ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
১৯৪০ থেকে ১৯৫০ সালের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে এই ওয়েব সিরিজের মূল কাহিনীর স্রষ্টা দুজন। একজন পরিচালক বিক্রমাদিত্য মতওয়ানে। দ্বিতীয়জন সৌমিক সেন।
প্রসেনজিৎ ছাড়াও ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, অদিতি রাও হায়দরি, ওয়ামিকা গাব্বি, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তার মতো অভিনেতারা। এই ওয়েব সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অতুল সব্রওয়াল। মোট দশ পর্বের প্রথম পাঁচ পর্ব ৭ এপ্রিল অ্যামাজন প্রাইমে শুরু হয়েছে।
এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট হিসেবে ১৯৪০ থেকে ১৯৫৯ সালের মোটামুটি দশ বছরের বিশেষ সময়কে বেছে নেওয়ার কারণ হিসেবে পরিচালক বিক্রমাদিত্য বলেন, “হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ওই বিশেষ সময়টিকে নিয়ে আমাদের মতো অনেক সিনেমা ভক্তদের মনে কৌতূহল রয়েছে।
ওই বিশেষ সময়সীমায় ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছে, যারা পরবর্তীকালে হিন্দি সিনেমার পথিকৃৎ হিসেবে চিহ্নিত হয়েছেন। সেটা অশোক কুমারই বলুন, অথবা রাজ কাপুর, দিলীপ কুমার, গুরু দত্ত, দেব আনন্দ কিম্বা নার্গিস, মধুবালাদের কথাই বলুন।
এদের আবির্ভাবের সময়টিকে জানার ইচ্ছা পরিচালক হিসেবে আমার যেমন, তেমনই পুরনো ও নতুন প্রজন্মের দর্শকদের রয়েছে। ওই বিশেষ সময়সীমার কাহিনীকে তুলে ধরার একটা তাগিদ অনেকদিন ধরে অনুভব করছিলাম।
মনে হচ্ছিল, হিন্দি সিনেমার পথিকৃৎদের জীবন শুরু করার ওই কাহিনীকে পুরনো প্রজন্ম তো বটেই নতুন প্রজন্মের কাছে বলাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ওয়েব সিরিজের পরিচালক হিসেবে আমি এই গল্পকে কিছুটা আমাদের নিজেদের কল্পনাশক্তি মিশিয়ে বলতে চেয়েছি।”