বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১০:৫৪:২৯

এবার সাইমনের ‘লাল শাড়ি’তে অপু বিশ্বাস

এবার সাইমনের ‘লাল শাড়ি’তে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতে অপু বিশ্বাস যতটা আলোচিত, ঠিক ততটা সমালোচিতও। ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ ঈদে মুক্তির তোড়জোড় চলছে।

এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে তার নায়ক চিত্রনায়ক সাইমন সাদিক। গত বুধবার রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘রঙে রঙে সঙে সঙে’। গানটির গীতিকার পরিচালক বন্ধন বিশ্বাস।

আর ইমন সাহার সুর ও সংগীতে গানটি গেয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসী মোশাররফ। ‘লাল শাড়ি’ ঈদে মুক্তি পাবে, এমন আশাই করছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। তিনি বলেন, ‘ঈদে মুক্তি দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। 

তবে এটি যেহেতু সরকারি অনুদানের সিনেমা, তাই মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। সে প্রক্রিয়া চলছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প।

বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে।’

অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে