বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ০১:৫৫:৩২

নাম ছিল অগ্নিশিখা, শুটিং শেষে হলো যন্ত্রনা!

নাম ছিল অগ্নিশিখা, শুটিং শেষে হলো যন্ত্রনা!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করেছেন সিনেমা ‘অগ্নিশিখা’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করলেন আদর-প্রকৃতি। ইতোমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে।

আর এরমাঝেই এলো নতুন খবর। নির্মিত 'অগ্নিশিখা' চলচ্চিত্রটি 'যন্ত্রণা' শিরোনামে সিনেমা হলে প্রদর্শিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ও প্রযোজনা সংস্থা। চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ। খুব শিগগিরই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

কিন্তু হুট করে ছবির নাম পরিবর্তন কেন জানতে চাইলে ছবির নির্মাতা আরিফ বলেন, 'হঠাৎ করেই নাম বদল নয়। পোস্ট প্রোডাকশনের পাশাপাশি আমরা ভাবছিলাম ছবিটির নাম আর কি দেয়া যেতে পারে? গল্প অনুযায়ী 'যন্ত্রণা' শিরোনামটি যথার্থ বলে আমাদের মনে হয়েছে।

ইতোমধ্যে 'যন্ত্রণা' শিরোনামে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক সনদপত্র গ্রহণ এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি কতৃক অনুমতি পত্রও আমরা গ্রহণ করেছি।'

স্মার্ট মাল্টিমিডিয়া ব্যানারে সিনেমাটিতে চারটি গান রয়েছে। সুদীপ কুমার দ্বীপ ও রবিন ইসলাম এর কথায় সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম। আবহ সংগীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা।

ছবিটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন, সায়মা স্মৃতি, শতাব্দি ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, জাহিদ, পারভেজ সুমন, শেখ সপ্না, পারভিন আক্তার প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে