বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ০২:১৩:২৪

এবারের ঈদে হিন্দি গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

এবারের ঈদে হিন্দি গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক : ঈদ এলেই ড. মাহফুজুর রহমানের গান শোনা যায়। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। ঈদুল ফিতর উপলক্ষে একটি হিন্দি গানের ভিডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। ‘হৃদয় তোমাকেই চায়’ শিরোনামের অ্যালবামটির গান এ শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। মূলত, বেশ কিছু হিন্দি গান কাভার করেছেন ড. মাহফুজুর রহমান।

এরই মধ্যে ‘রাফতা রাফতা’, ‘প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান’, ‘ও মেরে সামনে’ শিরোনামের তিনটি গান মুক্তি পেয়েছে। নতুন করে এসব গানের সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ। এদিকে ড. মাহফুজুর রহমানের গান প্রকাশ্যে আসার পর শুরু হয় তুমুল আলোচনা। এবারো তার ব্যত্যয় ঘটেনি। তবে হিন্দি গান শুনে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা।

এদিকে হাসিনা আক্তার নামে একজন লিখেছেন, ‘চর্চা যে বয়স মানে না তার প্রমাণ পাওয়া যাচ্ছে। গান ছেড়ে দিয়েছি আবারো ধরতে ইচ্ছা করছে। অদ্ভুত লাগছে যে উনার তাল-লয়-সুরের অনেক উন্নতি হয়েছে। মনের ইচ্ছা বড় শক্তি।’

তৌফিক মোল্লা নামে লিখেছেন, ‘আমি নিশ্চিত এখন কোনো মিডিয়ার লোক বলবে না যে, দেশে রুচির দুর্ভিক্ষ হচ্ছে। কারণ এই শিল্পী একটা টিভি চ্যানেলের মালিক। আমাদের তথাকথিত জ্ঞানী সমাজ কতই না হাস্যকর।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

এবারই প্রথম নয়, ২০১৮ সালেও হিন্দি গান গেয়ে আলোচনায় উঠে আসেন ড. মাহফুজুর রহমান। ওই বছরের ২৪ জুলাই ছিল এ শিল্পীর প্রাক্তন স্ত্রী ইভা রহমানের জন্মদিন। এ উপলক্ষে একটি হিন্দি গানে স্ত্রীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন ড. মাহফুজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে