রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ০৫:০৬:২১

পোশাকের কারণে সমালোচনার শিকার সুদীপা

পোশাকের কারণে সমালোচনার শিকার সুদীপা

বিনোদন ডেস্ক : মানুষ কাজের ক্ষেত্রে সমাজে প্রাধান্য পায়। আর তারকাদের বেলায় পান থেকে চুন খসলেই হলো, তেড়ে আসেন নেটমাধ্যমের নীতিপুলিশরা। যেমনটা ঘটতে দেখা গেল জি বাংলার রান্নাঘরের জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায়ের বেলায়।

ছেলে এবং বন্ধুদের নিয়ে সাঁতার পোশাকে পানিতে নামতেই ধেয়ে এলো কটাক্ষ। মন্তব্যের ঘর ভরে উঠল নানান বাক্যবাণে। ‘বুড়ো ভাম, বয়সের গাছ পাথর নেই…’ সুদীপাকে কটাক্ষ নেটপাড়ার। কেউ বলছেন, ‘বুড়ি’। আবার কেউ বলছেন, ‘সবই পয়সার মায়া।’

কারো কথায়, ‘অশ্লীল আচরণ করছেন সুদীপা। ঝাঁঝালো সুরে তারা বলে উঠলেন, আপনার আর তো খোলার বয়স নেই। পয়সা আছে বলে যা খুশি তাই করবেন?’এবার তো ছবি, ভিডিও দিকে কটাক্ষের মুখে পড়লেন।

এর আগে নিজের বুটিকের শাড়ি বিক্রি করতে গিয়েও তিনি ট্রোলড হয়েছেন তিনি। তবে এসব একেবারেই গায়ে মাখতে নারাজ সুদীপা। এবারও পাল্টা কোনো জবাব দিচ্ছেন না। বরাবরই নিজের মন্তব্য নিয়ে বিতর্কে এবং দ্বন্দ্বে থাকেন অভিনেত্রী।

তাই কি এবার নিজেকে একেবারেই আলোচনা থেকে দূরে রাখলেন? কিছু দিন আগেই ডেলিভারি বয় বিতর্কে নাম জড়িয়েছিল তার। একজন ডেলিভারি বয় খাবার দিতে এসে কেন বারবার ফোন করেন সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করতেই নেটপাড়ার চক্ষুশূল সুদীপা চট্টোপাধ্যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে