বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৫:৪৬:১৮

একি বললেন সানি লিওন!

একি বললেন সানি লিওন!

বিনোদন ডেস্ক : ভারতের প্রখ্যাত গীতিকার প্রসূন জোশি। যিনি একাধারে জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত। অথচ এই প্রখ্যাত গীতিকারকে নাকি বলিউডের বিতর্কীত অভিনেত্রী সানি লিওন চিনেনই না!

সম্প্রতি ‘রঙ দে বাসন্তি’র দশ বছর পূর্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গীতিকার প্রসূন জোশি। সেখানে তিনি সানি লিওন প্রসঙ্গে বলেছিলেন, ‌‘সানিকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তার অতীতকে আমি কখনোই সমর্থন করি না’।

অপরদিকে প্রসূন জোশির এ মন্তব্যের বিপরীতে সানি লিওনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে সানি লিওন বলেন, ‘আমি আসলে জানি না এই প্রসূন জোশিটা কে? আগে গুগলে সার্চ দিয়ে তার সম্পর্কে জেনে নেই, তারপর এই বিষয়ে মন্তব্য করব’।

এদিকে একজন প্রখ্যাত গীতিকারকে সানি লিওন চিনেন না! তার এমন মন্তব্যে হতবাক অনেকই! কেন না, ভারতীয় সিনেমা সম্পর্কে যারা টুকটাক খোঁজ খবর রাখেন তাদের মধ্যে কেউ গীতিকার প্রসূন জোশিকে চেনেন না! এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর সেখানে সানি লিওন তাকে চিনেনই না! এটা নেহাত তুচ্ছ-তাচ্ছিল্য নয় কি?

এদিকে প্রসূন জোশিকে তাচ্ছিল্য করে সানি লিওনের এমন মন্তব্য নিয়ে বলিউডজুড়ে এখন চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে