বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১০:২১:২৯

আনন্দের কথা : ঈদে সায়েরার কণ্ঠে ‘মনের মানুষ’

আনন্দের কথা : ঈদে সায়েরার কণ্ঠে ‘মনের মানুষ’

বিনোদন ডেস্ক : আসছে ঈদুল ফিতর উপলক্ষে সায়েরা রেজার কণ্ঠে প্রকাশ হলো ‘মনের মানুষ’ গানের মিউজিক ভিডিও। জনপ্রিয় তারেক আনন্দের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত। সায়েরা রেজার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই গানটি প্রকাশ হয়েছে। 

সৈয়দ আলী আহসান লিটনের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আমির পারভেজ ও মাকসুদা মিতি। ‘মনের মানুষ’ প্রসঙ্গে সায়েরা রেজা বলেন, গানের কথা ও সুর আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। এখন পর্যন্ত যারাই গানটি শুনেছেন, তাদের সবার প্রশংসা পাচ্ছি। 

আশা করছি, গানটি শ্রোতারা ভালোভাবে নিবেন।’ গানের গীতিকার তারেক আনন্দ বলেন, সায়েরা আপার কণ্ঠ মাথায় রেখে গানটির চিন্তা করেছি। হঠাৎ একদিন আপা গান চাইলেন। আমি বললাম, ভালো লিরিক এলেই আপনাকে দেব। সুরকার রাফাতও এ বিষয়টি জানতেন। 

রাফাতের তাড়াতেই আমার দ্রুত লেখা হয়ে যায়। আপার চমৎকার গায়কী, রাফাতের সুন্দর সুরে মুগ্ধ হবেন শ্রোতারা। গানটি প্রসঙ্গে রাফাত বলেন, সায়েরা রেজা আপু ভার্সেটাইল শিল্পী। গানটি করতে গিয়ে আমাকে একবার সুর চেঞ্জ করতে হয়েছে। এখন এ গান নিয়ে স্বস্তি পাচ্ছি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে