বিনোদন ডেস্ক : কতজন কতভাবে সাফল্যের শিখরে ওঠে। কেউ ক্রিকেট খেলে আবার কেউ সিনেমায় অভিনয় করে। এমনই সময় সেঞ্চুরি হাঁকালেন শাকিব খান। নতুন ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিলেটসহ দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। গণমাধ্যমকে বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক তপু খান।
এবার ঈদে শাকিব খানের দুটি চলচ্চিত্র মুক্তির কথা ছিল। শেষ মুহূর্তে ‘আগুন’ ছবিটি পিছিয়ে গেলে ‘লিডার: আমিই বাংলাদেশ’ নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহ বাড়তে থাকে। টিজার ও প্রথম গান মুক্তির পর থেকে এই আগ্রহের আরও কয়েক গুণ বেড়ে যায়। তখনই ধারণা করা হয়, প্রেক্ষাগৃহ–খরার এ সময়েও শাকিব খান অভিনীত ছবিটি ঠিকই ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ছবির পরিবেশক প্রতিষ্ঠান টিওটি ফিল্মস কর্তৃপক্ষও প্রথম আলোকে জানিয়েছিল, তাঁদের টার্গেট ১০০ প্রেক্ষাগৃহ। আজ বৃহস্পতিবার তা পূর্ণ হয়েছে। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, চাহিদা থাকলেও আপাতত প্রেক্ষাগৃহ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের।
চলচ্চিত্র প্রদর্শক সমিতি, চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘পাপ’, ‘আদম’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’—এই আট ছবি এবারের ঈদে মুক্তি পাবে।
গত কয়েক বছরের হিসাবে ছবি মুক্তির এই সংখ্যা চমকে যাওয়ার মতো। কেউ বলছেন, একসঙ্গে এত চলচ্চিত্র মুক্তি একই সঙ্গে ইতিবাচক ও নেতিবাচক। সারা দেশে এখন যে পরিমাণ প্রেক্ষাগৃহ, তাতে তিন-চারটি ছবি মুক্তি পেলেই ঠিকঠাক ছিল।
এতগুলো ছবি মুক্তির কারণে বর্তমানে চালু ৬০টির মতো প্রেক্ষাগৃহের বাইরে ঈদে আরও শতাধিক বন্ধ প্রেক্ষাগৃহ চালু হয়েছে। সাড়ে তিন শর মতো নাটক ও বিজ্ঞাপনচিত্র বানানো নির্মাতা তপু খান এবারই প্রথম চলচ্চিত্র বানালেন। প্রথম চলচ্চিত্র ঈদে মুক্তি ও ১০০টি প্রেক্ষাগৃহ প্রাপ্তিতে ভীষণ উচ্ছ্বসিত তিনি।