বিনোদন ডেস্ক: ঈদ মানেই ভাইজান। এই ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। গতকাল শুক্রবার ছবিটি মুক্তি পেলেও গত একদিনে তেমন একটা সাড়া ফেলতে পারেনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো সালমানের নতুন ঈদের ছবি।
চলতি বছরের অন্যতম চর্চিত ছবি এটি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মুক্তির প্রথম দিন নজর কাড়তে অনেকটায় ব্যর্থ হয়েছে ‘কিসি কা ভাই কিসি কা জান’। প্রাথমিক ট্রেন্ড বলছে প্রথম দিন এই ছবির কালেকশন থাকবে ১৪-১৫ কোটির আশেপাশে। যা নিঃসন্দেহে সন্তোষজনক।
তবে একাধিক তারকা ছবির নিরিখে আশানুরূপ নয়। এছাড়া ছবিটি সেভাবে সমালোচকদের মনেও দাগ কাটতে পারেনি। এদিকে করোনা কাঁটা অতিক্রম করে নতুন করে বক্স অফিসে ঝড় তোলার আশায় ছিলেন বলিউডের ভাইজান সালমান।
তার দুটি শেষ রিলিজ ‘রাধে’ এবং ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ বক্স অফিসে দাগ কাটতে ব্যর্থ। তাই এই ছবির বক্স অফিস ফলাফলের দিকে তাকিয়ে সকলেই। সালমান ছাড়াও ছবিতে ভেঙ্কটেশ দাগ্গুবাতি, জগপতি বাবু, পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল ও মালবিকা শর্মার অভিনয় করেছেন। এছাড়াও ক্যামিও উপস্থিতি রয়েছে রাম চরণের।