শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ০৪:০২:২২

উঠতি মডেলদের নিয়ে দেহ'ব্যবসা, গ্রেফতার অভিনেত্রী

উঠতি মডেলদের নিয়ে দেহ'ব্যবসা, গ্রেফতার অভিনেত্রী

বিনোদন ডেস্ক: মহিলাদের দেহব্যবসায় ঠেলে দেওয়ার অভিযোগে এক ভোজপুরি অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মুম্বাই পুলিশের সমাজসেবা শাখার অভিযানের পর সুমন কুমারী (২৪) নামের ওই মহিলাকে আটক করা হয়।  

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন যে তারা গোরেগাঁওয়ের রয়্যাল পাম হোটেল থেকে চলতে থাকা প'তি'তাবৃত্তির র‌্যা'কেট সম্পর্কে সামনে পারেন। যেখানে উঠতি মডেলদের ব্যবহার করা হচ্ছিল। তারপর পুলিশের একটি দল অভিযান চালায় সেখানে। 

পুলিশ তিন নারীকে উদ্ধার করে সেখান থেকে ও সুমন কুমারীকে আটক করে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘সুমন কুমারী মানুষের কাছে মডেল সরবরাহ করতেন। এই মহিলারা যারা সিনেমায় কেরিয়ার গড়তে শহরে এসে কঠিন সময়ের মুখে পড়েছেন এবং নিজেদের লাইফস্টাইল বজায় রাখার জন্য অর্থের দরকার তাদেরই ব্যবহার করা হত।’, 

কুমারী 'লায়লা মজনু' এবং 'বাপ নম্বরি, বেটা দশ নম্বরি'-এর মতো ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন। তিনি হিন্দি, পাঞ্জাবি এবং ভোজপুরি-সহ বিভিন্ন ভাষার গানেও অভিনয় করেছেন বলে জানান ওই অফিসার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে