শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ০৫:৪৫:৫৩

সালমান নাকি জিৎ! ঈদের বক্স অফিস কার দখলে?

সালমান নাকি জিৎ! ঈদের বক্স অফিস কার দখলে?

বিনোদন ডেস্ক: ২০২৩ সালে ঈদ কার? সালমান খান না জিৎ মাদনানির? কৌতূহল ছিল। কারণ, এ বছরের ঈদের উপর যতটা দাবি ভাইজানের, ঠিক ততটাই বাংলার সুপারস্টারের। কেন? 

এ বছর ঈদে মুখোমুখি সর্ব ভারতীয় এই দুই তারকা। সৌজন্যে ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘চেঙ্গিজ’। হ্যাঁ, জিৎও তার এই ছবির জোরেই সর্ব ভারতীয়। কারণ, তার ছবি দিয়ে প্রথম কোনও বাংলা ছবি সারা দেশে মুক্তি পেল।

স্বাভাবিক ভাবেই দুই শিবিরের দর্শকদের কৌতূহল, কোন ছবির বক্সঅফিস সাফল্য কেমন? আদৌ কি কোনও ছবি প্রথম দিনেই কোটির ক্লাবে পা রাখল?

শুরুতে সালমানের ছোট্ট ধাক্কা। পামেলা চোপড়ার মৃত্যুতে প্রিমিয়ার বন্ধ রাখেন তিনি। কারণ, তারকাদের ছবি দেখতে আসার কথা ছিল যশরাজ ফিল্মস প্রেক্ষাগৃহে। সেই বাধা সাময়িক। ঈদের সন্ধ্যায় খুশির আমেজ ছড়িয়ে মুক্তি পেয়েছে ভাইজানের এ বছর ঈদের ছবি। 

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, প্রথম দিনেই ১৪ কোটি ব্যবসা করে ফেলেছে সালমানের ছবি। অর্থাৎ শুরুটা খুব খারাপ হয়নি। সালমানর আগে ছবি-মুক্তির দিনেই কোটির ক্লাবে পা রেখেছিল আরও তিনটি ছবি। শাহরুখ খানের ‘পাঠান’, রণবীর কাপুর-আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ এবং অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’। 

অন্যান্য সমীক্ষার দাবি, ১৪ নয় ১৫ কোটি টাকা আয় করেছে ছবিটি৷ শনিবার ঈদ উপলক্ষে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা। ছবিটি উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান এবং নিজাম/অন্ধ্রে আরও ভাল করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, বিশ্লেষকদের দাবি আরও ভাল ফল করতে হলে ছবিটিকে মাল্টিপ্লেক্সে দেখানো দরকার।

এবার চোখ রাখব ‘চেঙ্গিজ’-এর দিকে। সমীক্ষা জানাচ্ছে, ছবিটি সর্ব ভারতীয় স্তরে মুক্তি পেয়েছিল। সেখান থেকে প্রথম দিনের সংগ্রহ ৩৫-৪০ লক্ষ টাকা। হিন্দি বলয় থেকে ছবির আয় আনুমানিক ১০ লক্ষ টাকা। বাকিটা আয় হয়েছে নিজের রাজ্য বাংলা থেকে। এই খবর ছড়াতেই খুশির হাসি জিৎ অনুরাগীদের মুখে। 

যদিও এই আয় নিয়ে দ্বিমত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবেশক জানিয়েছেন, যতটা আশা করা গিয়েছিল ততটাও ভাল ফল হয়নি। প্রথম দিনে ছবির আয় ১৪ থেকে ১৬ লক্ষ টাকা। সেখানে ভাইজান সংগ্রহ করেছেন ৪০-৪৫ লক্ষ টাকা। 

শুক্রবার সন্ধ্যায় মধ্য কলকাতার এক প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিতের ছবি। এদিন শুরু থেকেই ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহ। উৎসুক দর্শকেরা অপেক্ষায় ছিলেন, জিৎকে কাছে থেকে দেখার জন্য। ধবধবে সাদা ব্লেজার, প্ল্যান্টে রীতিমতো ঝলমলে নায়ক। 

নায়িকা সুস্মিতাও সেজেছিলেন স্লেট রঙের সিক্যুয়েন শাড়ি, পাথরের গয়নায়। এদিকে বিশ্লেষকেরা জানাচ্ছেন, এ বার ঈদ এবং সপ্তাহান্ত একই সঙ্গে। তাই শনি ও রবিবার বিক্রি আরও বাড়বে। বাকি দু’দিনে ‘চেঙ্গিজ’ পা রাখতে পারে কোটির ক্লাবে। তাদের অনুমান, ছবির সপ্তাহান্ত আয় দাঁড়াবে আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে