বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৮:১৯:১২

বার্সেলোনায় ফুটবল খেলবেন রণবীর!

বার্সেলোনায় ফুটবল খেলবেন রণবীর!

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমের জ্বালা সইতে ফুটবলের প্রেমে পড়েছেন রণবীর কাপুর।  ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে নিয়মিত ফুটবল খেলছেন রণবীর।  

সম্প্রতি রণবীরকে অভিষেক বচ্চন, দিনো মারিয়া, আদিত্য রায় কাপুরের সঙ্গে একটি চ্যারিটি ফুটবল ম্যাচেও অংশ নিতে দেখা গেছে।   

সূত্র জানিয়েছে, স্থানীয় পর্যায়ের কয়েকটি ফুটবল ম্যাচ খেলার জন্য রণবীর স্পেনের বার্সেলোনায় যাওয়ার পরিকল্পনা করেছেন।  দেশের বাইরে গিয়ে ফুটবল নিয়ে ব্যস্ত থাকলে ছাড়াছাড়ির বিষয়টি হয়তো ভুলে যেতে পারেন।  তাই কিছু সময়ের জন্য ফুটবলে নিজেকে নিমগ্ন রেখেছেন।

বলতে গেলে অবসরেই দিন কাটছে রণবীর কাপুরের।  কোনো সিনেমা বা প্রচারণার কাজে আপাতত অংশ নিচ্ছেন না তিনি।  ক্যাটরিনার সঙ্গে জাগ্গা জাসুস সিনেমার শুটিং করছিলেন রণবীর।  কিন্তু ছাড়াছাড়ি হওয়ার পর সেটিও বন্ধ রয়েছে।

এদিকে ছয় বছরের মধুর সম্পর্কে রণবীর সরে যাওয়ায় সহজভাবে মেনে নিতে পারছেন না ক্যাটরিনা কাইফ।  তবে রণবীরকে ভুলে থাকতে ক্যাটরিনা কাইফ কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।  ব্যক্তিগত জীবনের সমস্যাকে নিজের পেশাদারী জীবনে কোনো প্রভাব ফেলতে দিচ্ছেন না তিনি।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে