রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ১০:৪০:২২

‘আমি ঢাকাতেই ঈদ করলাম, আপনারা কোথায়?’

‘আমি ঢাকাতেই ঈদ করলাম, আপনারা কোথায়?’

বিনোদন ডেস্ক : ঈদের আনন্দ করতে অনেকেই নাড়ির টানে বাড়ি যান। কিন্তু ঈদের আগে শুটিং নিয়ে মহাব্যস্ত থাকেন অনেক তারকাই। ঈদ এলে তাদের একটু অবসর জোটে। সে ফাঁকে একেজন একেক রকম পরিকল্পনা সাজান। 

তারকারা কে কোথায় ঈদ কাটাবেন, কীভাবে কাটাবেন, কী কী কেনাকাটা করলেন- এসব নিয়ে ভক্তদের থাকে বাড়তি আগ্রহ। মিষ্টি জান্নাতের এবারের ঈদের পরিকল্পনার খোঁজ নেয়া হলো পাঠকদের জন্য।

প্রতিবারের মতো এ বছরও আমি ঈদ ঢাকাতেই করলাম। ঈদের পরের দিন আমার গ্রামের বাড়ি খুলনায় যাওয়া হয়। ঈদের দিনের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন বাসায় আসে। তাদের সঙ্গে আনন্দমুখর সময় কাটালাম, গল্প, একসঙ্গে খাওয়া-দাওয়া শেষ করেছি। 

এরপর বিকালে একটু ঘুরতে গেলাম। প্রতিবারের মতো এবারো ঈদের জন্য কেনাকাটা করা হয়েছে, অনেক উপহারও পেয়েছি। আপনারা কে কোথায় কেমন ঈদ করলেন? আমার সাথে শেয়ার করলে খুশি হবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে