রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ১১:৪৩:০৯

পর্দায় একা পাত্তা পাচ্ছেন না, জোটই এখন খানদের ভরসা!

পর্দায় একা পাত্তা পাচ্ছেন না, জোটই এখন খানদের ভরসা!

বিনোদন ডেস্ক: কারও তিনি ভাই, কারও জান বা প্রাণ। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ নিজেকে মেলে দিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’, সালমান খান। যদিও দর্শকের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হল সে ছবি। সালমান অবশ্য ঈদের পরবে খোশমেজাজেই ধরা দিলেন। সঙ্গে বাহুবন্ধনে আমির খান। 

দুই খানের ছবি একসঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা জানালেন। কালো কুর্তায় সালমান, নেভি ব্লু টিশার্টে আমির। দুজনকে একসঙ্গে দেখে দারুণ খুশি অনুরাগীরা। যদিও ফ্রেম যেন ফাঁকা ফাঁকা ঠেকছিল অনুরাগীদের কাছে। আর এক খান কই? সবাই বলতে লাগলেন, “শাহরুখ বাদ পড়লেন কেন?”

দু'ষ্কৃ'তীদের কাছ থেকে প্রাণনাশের হু'মকি পেয়ে ভয়ে গত বছর ঈদে ঘর থেকে বেরোননি ‘ভাইজান’। এ বছর নিরাপত্তা জোরদার হয়েছে অভিনেতার চৌহদ্দিতে। রাখতে পারছেন লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রও। তাই এ বছর অনেকটাই স্বাভাবিক ছন্দে সালমান।

অন্য দিকে, ‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি ঘোষণা করেছিলেন আমির। তাকেও আবার সালমানের সঙ্গে দেখে জল্পনা শুরু। তবে কি কোনও ছবির জন্য জুটি বাঁধছেন দুই খান? ১৯৯৪ সালে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে আমির আর সালমানকে একসঙ্গে দেখা গিয়েছিল। 

বিপুল জনপ্রিয় হয়েছিল সেই ছবি। এ বারও কি খানেদের একসঙ্গে পর্দায় আনার কথা ভাবা হচ্ছে? নেটদুনিয়ায় অনেকেই সেই ভাবনার বশবর্তী হয়েই দুই তারকাকে শুভেচ্ছা জানালেন। ইদানীং প্রধান চরিত্রে সালমান কিংবা আমির কেউই দর্শকের মন কাড়তে পারেননি। 

তাদের ছবি বয়কট করার আহ্বান তুলেছিলেন বিক্ষুব্ধ জনতা। দাবি ছিল, খানেরা বুড়ো হয়েছেন, তাদের দেখতে আর ভাল লাগে না। যদিও ‘পাঠান’-এ দুই খান শাহরুখ আর সালমানকে একসঙ্গে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। 

সেই দিকেই নজর রেখে খানেদের একসঙ্গে করা হতে চলেছে বলে জল্পনা। কিন্তু শাহরুখকেও তাদেরই সঙ্গে দেখতে চান দর্শক, এ কথাও ঠারেঠোরে বুঝিয়ে দিলেন সবাই। যদিও শাহরুখ এখন তার পরবর্তী ছবি ‘জওয়ান’ নিয়ে ব্যস্ত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে