রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ০১:৩৪:৫১

ভক্তদের সামনে ঈদের দিন দেখা দিলেন শাহরুখ!

ভক্তদের সামনে ঈদের দিন দেখা দিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক : ঈদের আনন্দ ভাগাভাগি করতে কত ভক্তই জনপ্রিয় ব্যক্তিদের সান্নিধ্য পেতে চান। প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ভক্তদের কখনোই নিরাস করেননি বলিউড বাদশাহ। এবারও ভক্তদের দেখা দিলেন কিং খান।

গতকাল শনিবার (২২ এপ্রিল) ভক্তদের সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি। এসময় তার পরনে ছিলো সাদা টি-শার্ট ও কালো প্যান্ট।

প্রথম দিনের আয় ১৫ কোটি, হতাশ সালমান ভক্তরাপ্রথম দিনের আয় ১৫ কোটি, হতাশ সালমান ভক্তরা হাসিমুখে শাহরুখ ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এসময় তার সাথে ছিল ছোট ছেলে আব্রাম খান। প্রিয় তারকাকে এক ঝলক দেখেই ভক্তদের বাঁধ ভাঙল উচ্ছ্বাসের।

চলতি বছরটা তার দারুণ কাটছে। চার বছর পর পর্দায় ফিরে পাঠান সিনেমায় বাজিমাত করেছেন তিনি। তার এই সিনেমা ভারত ও বিদেশ মিলিয়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।

বর্তমানে জওয়ান সিনেমায় কাজ করছেন শাহরুখ। এরপরেই আসছে রাজকুমার হিরানির ডানকি। দুটি সিনেমাই চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে