রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ০৩:২৫:৪৫

ঈদের দিন জিতের ভাগ্য ফিরল, একলাফে ১৭১% আয় বৃদ্ধি

ঈদের দিন জিতের ভাগ্য ফিরল, একলাফে ১৭১% আয় বৃদ্ধি

বিনোদন ডেস্ক: ঈদের দিন ভাগ্য ফিরল জিতের। মুক্তির দিন সেভাবে ‘চেঙ্গিজ’ দেখতে দর্শক হল ভরায়নি। তবে ঈদের ছবিটা ছিল অন্যরকম। জিৎ ভক্তরা এদিন টিকিট কেটে ‘চেঙ্গিজ’ দেখল পুরোদমে। 

ফলস্বরূপ দু-দিনের আয় মেলালে বক্স অফিসে কোটির গণ্ডি পার করে ফেলেছে এই পিরিয়ড ড্রামা। ঈদে সালমান খানকে টেক্কা দেওয়া সহজ হবে না জেনেই ময়দানে নেমে ছিলেন জিৎ। তবে ভক্তদের উপর আস্থা রেখেছিলেন জিৎ। 

শুক্রবার শুধু বাংলায় নয়, সারা দেশে মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’। ছবির প্যান ইন্ডিয়া রিলিজ ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। সর্বভারতীয় স্তরে ছবির প্রচারেও কোনও কসুর করেননি জিৎ-সুস্মিতারা। তা সত্ত্বেও মুক্তির প্রথম দিন এই ছবির কালেকশন ছিল একদম ঠাণ্ডা।

মাত্র ৩৫-৪০ লাখেই আটকে গিয়েছিল ছবির ব্যবসা। দ্বিতীয় দিন একলাফে ১৭১% বাড়ল আয়। প্রযোজনা সংস্থার তরফে ছবির কালেকশন প্রকাশ্যে আনা হয়নি। তবে সূত্র মারফত খবর ‘চেঙ্গিজ’ ছবির দ্বিতীয় দিনের মোট আয় ৯৫ লক্ষ টাকা।

ঈদের দিন হিন্দি বলয়েই ৩৫ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি, বাকি ৬০ লক্ষ টাকা এসেছে বাংলা থেকে। দ্বিতীয় দিনের এই টিকিট বিক্রির পরিমাণ জিতকে অনেকটাই স্বস্তি দেবে তা নিশ্চিত। 

কিসি কা ভাই কিসি কি জানের সঙ্গে ছবি মুক্তি পেলেও জিতের আসল লড়াইটা কিন্তু অন্য জায়গায় দাবি টলিপাড়ার একটা বড় অংশের। গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়া দেবের ‘প্রজাপতি’ নয়া রেকর্ড গড়েছে। 

১০ কোটির বেশি টাকা আয় করা সেই ফ্যামিলি এন্টারটেনারের ধারেকাছেও কি ঘেঁষতে পারবে ‘চেঙ্গিজ’ সেটাই প্রশ্ন। বাজেটের নিরিখেও অ্যাডভানটেজ ‘প্রজাপতি’র। কারণ এই ছবি তৈরির খরচ ‘চেঙ্গিজ’-এর তুলনায় কম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে