বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার হাতে গোনা যে ক'জন শীর্ষস্থানীয় নায়িকা আপন আলোয় উজ্জ্বল হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম দিলারা হানিফ রিতা। দর্শক ও চলচ্চিত্র মহলে যিনি কেবলমাত্র পূর্ণিমা নামে পরিচিত। আগের মতো অভিনয় কিংবা মডেলিংয়ে দেখা না গেলেও মাঝে-মধ্যে বিভিন্ন স্টেজ শোতে ঝলক দেখান এই তারকা।
এই অভিনেত্রীর 'জ্যাম' ও 'গাঙচিল' নামের দু'টি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে অনেক আগেই। বর্তমানে হাতে রয়েছে সরকারি অনুদানের সিনেমা 'আহারে জীবন'। ঈদে একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। কাজ ও অন্যান্য বিষয়ে তার অনেক কথা জানা গেল।
পরিবারকে সময় বেশি দিচ্ছি : রোজা শেষ হয়েছে। রোজা উপলক্ষে বেশি কাজ করা হয়নি। তাছাড়া এই সময়ে কোনো স্টেজ শোও নেই। তাই সময়টুকু পরিবারের সঙ্গেই কাটাচ্ছি। ঈদ শেষ হলো, এখন আবার কাজে ফিরব। এই ঈদে আমার আহারে জীবন সিনেমাটি মুক্তির কথা ছিল কিন্তু কোনো এক কারণে সিনেমাটি মুক্তি পায়নি।
সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এর পাশাপাশি একটি রিয়েলিটি শো'র উপস্থাপনার কাজ এবং প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলাম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। 'আহারে জীবন' সিনেমার গল্পটা অসাধারণ মনে হয়েছে আমার কাছে। এতে আমি গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছি।
আমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। শ্রদ্ধেয় ছটকু ভাই গুণী একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অবশেষে তার নির্দেশনায় অভিনয় করা হলো। আশা করছি দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাব। একেবারেই অন্যরকম অভিজ্ঞতা।
তবে সিনেমা না মুক্তি পেলেও এবার ঈদে দর্শক থেকে পুরোপুরি দূরে থাকব না। প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আমাকে। কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ 'হোটেল রিল্যাক্স'-এ একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ওয়েব সিরিজে কাজ করা আমার জন্য একেবারেই অন্যরকম অভিজ্ঞতা।