সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১২:৪১:০৫

এই ঘটনায় গর্জে উঠলেন ঊর্বশী

এই ঘটনায় গর্জে উঠলেন ঊর্বশী

বিনোদন ডেস্ক: ঋষভ পান্থকে উদ্দেশ্য করে পোস্ট করে নিন্দার মুখেও পড়েছেন ঊর্বশী রাওতেলা। সমালোচনার জেরে সেই পোস্ট আবার ডিলিটও করে ফেলেন। ঋষভ-ঊর্বশী নিয়ে চর্চার মাঝেই এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে শুরু হল নতুন তরজা। 

নতুন ছবি এজেন্টের কো স্টার অখিল আক্কিনেনি নাকি তাকে হেনস্থা করেছেন। টুইটারে এক সাংবাদিকের পোস্ট ঘিরে তোলপাড় হয় নেটপাড়া। তবে সেই ঘটনার সত্যতা উড়িয়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ঊর্বশী। পাঠানো হয়েছে আইনি নোটিশও।

টুইটারে ওই সাংবাদিক লেখেন, ইউরোপে সিনেমার শ্যুটিং চলাকালীন ঊর্বশীকে হেনস্থা করেন সিনেমার কো স্টার অখিল। তার বিরুদ্ধে আরও অভিযোগ এনেছেন ওই সাংবাদিক। টুইটে লেখেন, ঊর্বশীর দাবি ছিল অখিল অপরিণত একজন অভিনেতা। 

তাই তার সঙ্গে কাজ করতে একেবারেই কমফোর্টেবল ছিলেন না অভিনেত্রী। সাংবাদিকদের ওই টুইট আগুনের গতিতে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। তবে এই ঘটনায় গর্জে উঠেছেন ঊর্বশী। কো স্টার অখিলের বিরুদ্ধে মিথ্যা খবর রটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। 

এই মর্মে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছেন। তিনি লেখেন, "আমার আইনি টিমের পক্ষ থেকে ওই সাংবাদিককে মানহানির দায়ে নোটিশ পাঠানো হয়েছে। এই ধরণের টুইট কী ভাবে কেউ করতে পারে!"

তিনি আরও লেখেন, "আপনার মতো অভদ্র সাংবাদিকের অশালীন টুইট সত্যিই ভীষণ বিরক্তিকর। আপনি তো আমার মুখপাত্র নন। তাছাড়া আপনি একজন অপরিণত সাংবাদিক। আর সেই জন্য আমি ও আমার আমার গোটা পরিবার অস্বস্তিতে পড়েছি।" 

ঊর্বশীর প্রতিবাদমূলক টুইটে তাকে বাহবা জানিয়েছে নেটিজেনদের একটা বড় অংশ। সুরিন্দর রেড্ডির আগামী তেলুগু ছবি এজেন্টে অখিল আক্কিনেনির সঙ্গে কাজ করছেন ঊর্বশী। এই ছবিতে কাজ করছেন বলি অভিনেতা ডিনো মরিয়াও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে