সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ০১:৪৮:৩৬

শাহরুখকে আগেই সাবধান করেছিলেন মাহিরা খান

শাহরুখকে আগেই সাবধান করেছিলেন মাহিরা খান

বিনোদন ডেস্ক: পাকিস্তানের অভিনেত্রী তার বলিউডের কেরিয়ার শুরু করেন শাহরুখ খানের হাত ধরে। ‘রইস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন মাহিরা খান এবং শাহরুখ। প্রথম ছবির প্রস্তাব যখন পেয়েছিলেন তিনি, বিশ্বাসই করতে পারেননি। 

তার বাড়ির সকলেই একবাক্যে জানিয়েছিলেন মাহিরাকে, তিনি যেন এই ফাঁদে পা না দেন। কারণ কেউই বিশ্বাস করতে পারেননি মাহিরা খান শাহরুখের বিপরীতে অভিনয় করবেন। মাহিরা নিজেও বেশ কিছুটা অবাক হয়েছিলেন। 

একাধিক বিষয় সচেতনও ছিলেন তিনি। শুটিং শুরুর পর রীতিমত ভয় পেতেন মাহিরা, ভাবতেন শাহরুখ খানের সঙ্গে অভিনয় করবেন? তার স্বপ্নের অভিনেতা। সবটা যেন বিশ্বাই করতে পারছিলেন না তিনি।

তবে হাস্যকর পরিস্থিতি তৈরি হয় ‘জালিমা’ গানে। এই গানের শুরু থেকেই ভয়ে ভয়ে ছিলেন তিনি। মাহিরা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি চাননি এমন কিছু করতে তা সীমা পার করে। গানে চুম্বনের দৃশ্য ছিল। কিন্তু তাতে রাজি ছিলেন না মাহিরা। 

শাহরুখকে আগেই সাবধান করে মাহিরা বলেছিলেন, তুমি আমায় চুমু খেত পার না। এমন কিছু করা ঠিক নয় যা পর্দায় অতিরিক্ত দেখায়। এরপরই স্থির হয় নাকে-নাকে চুম্বনের দৃশ্য থাকবে ছবিতে। যদিও শাহরুখ খানসহ প্রত্যেকেই এরপর মাহিরার পিছনে লাগা শুরু করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে