সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ০২:০১:৩৮

সুস্মিতা প্রাক্তন প্রেমিকের সঙ্গে শপিংয়ে যা করলেন!

সুস্মিতা প্রাক্তন প্রেমিকের সঙ্গে শপিংয়ে যা করলেন!

বিনোদন ডেস্ক : ভালোবাসা ও প্রেম সবাই ধরে রাখতে চান। আজকাল প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে একটু বেশিই দেখা যাচ্ছে সুস্মিতা সেনকে। এই যেমন সেদিন ইনস্টাগ্রামে তার সঙ্গে ব্যায়ামের ভিডিও পোস্ট করেছিলেন সুস্মিতা। আর এবার ভাইরাল হলো দুজনের শপিং ভিডিও। 

সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় শপিং করতে দেখা গেল সুস্মিতাকে। সঙ্গে অবশ্য ছিলেন সুস্মিতার ছোট মেয়েও। প্রসঙ্গত, সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসেন সুস্মিতা সেন। এ বিষয়ে কখনও লুকোছাপা পছন্দ নয় তার। সম্পর্কে থাকলেও, প্রকাশ্যে বলেন। 

সম্পর্কের ভাঙনের পরও সবার সামনে তা তুলে ধরেন। গত বছরের শেষে কাশ্মীরি মডেল রহমানের সঙ্গে সম্পর্কে ইতি টানার খবর জানান সুস্মিতা। অভিনেত্রী জানিয়েছিলেন, রহমানের সঙ্গে বন্ধুত্ব থাকবে। 

সেই সময় খবরে এসেছিল বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও রহমানের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। যার আসল কারণ অবশ্য জানা যায়নি। তবে সেই তিক্ততা যে মিটেছে তা স্পষ্ট রহমানের ফিরে আসার ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে