বিনোদন ডেস্ক: বেশ উচ্ছ্বসিত হয়ে ক্যামেরার সামনে পোজ দিতে ভালবাসেন রণবীর সিং। নানা সময়ে নানা কাণ্ডও ঘটিয়ে থাকেন। তার এই স্বভাবই পছন্দ নয় জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী রোহিণী হত্তঙ্গড়ির।
রণবীর সিংয়ের সংযত হতে বললেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী এক সাক্ষাৎকারে ৬৮ বছরের রোহিণী হত্তঙ্গড়ি বলেন, রণবীর সিংয়ের চাইতে তিনি রণবীর কাপুরকে বেশি পছন্দ করেন। কারণ মানুষের সামনে কাপুর জুনিয়রের ব্যবহার মার্জিত।
রণবীর সিং ভাল অভিনেতা তবে পাপারাজ্জির সামনে যে ধরনের কাজকর্ম করতে থাকেন, তা একেবারেই পছন্দ নয় বর্ষীয়ান অভিনেত্রীর। তিনি মনে করেন, সাধারণ মানুষের সামনে রণবীর সিংয়ের সংযত হওয়া প্রয়োজন।
ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করে মারাঠি থিয়েটার জগতে অভিনয় শুরু করেন রোহিণী। ১৯৭৮ সালে ‘অরবিন্দ দেশাই কি অজিব দাস্তাঁ’ সিনেমার মাধ্যমে কেরিয়ার শুরু করেন। গোবিন্দ নিহালানি পরিচালিত ‘পার্টি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান।
তারপর থেকে একাধিক সিনেমায় অভিনয় করেছেন রোহিণী। ‘শাহেনশা’, ‘চালবাজ’, ‘অগ্নিপথ’-এর মতো সিনেমা রয়েছে রোহিণীর ঝুলিতে। মারাঠি, তামিল, তেলুগু, কন্নড় সিনেমাতেও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। ঈদে মুক্তি পাওয়া সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি।