মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ০৮:২৯:৩৬

অভিনেত্রী নুসরাত ঈদের ছবি পোস্ট করে যা করলেন

অভিনেত্রী নুসরাত ঈদের ছবি পোস্ট করে যা করলেন

বিনোদন ডেস্ক : দর্শকের কাছে জনপ্রিয় নজর কাড়তে গিয়ে ঈদের দিনও কটাক্ষের হাত থেকে নিস্তার পেলেন না টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর করা এক পোস্টের কমেন্টে ওঠে নানা প্রশ্ন। তাতে নুসরাত কি আদৌ মুসলিম? এমন কথা জানতে চাওয়া হয়।

শনিবার ঈদের দিনে প্যাস্টেল থিমের পোশাক পরেছিলেন নুসরাত। পরিবার, বন্ধুদের সঙ্গেই দিনটা কাটিয়েছেন। তারপর নিজের পছন্দের খাবারের ছবি আপলোড করেন। ফিরনি হাতে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী।

ক্যাপশনে নুসরাত লেখেন, ‘ঈদের দিনে আমার সবচেয়ে পছন্দের জিনিস।’ তাতেই কুমন্তব্যের পালা শুরু হয়ে যায়। কমেন্টবক্সে লেখা হয় অকথ্য ভাষা। ‘তোর আবার কীসের ঈদ হিন্দু ধর্ম পছন্দ করিস!’ এমন মন্তব্যও করা হয়।

অভিনেত্রীর ছবির মান নিয়ে তোলা হয় প্রশ্ন। উল্লেখ্য, গত বছরও ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে এমন কটাক্ষের শিকার হয়েছিলেন নুসরাত। তবে এমন বিদ্রুপ, কটাক্ষ নিয়ে খুব একটা মাথা ঘামান না অভিনেত্রী। নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে