মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১১:৪৮:৪০

মদের পর আরও এক নতুন ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান

মদের পর আরও এক নতুন ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক: লোকে ভাবছে বাবার মতো ছেলেও হয়তো নায়ক হবেন। কিন্তু দেখুন, শাহরুখের ছেলে আরিয়ানের মগজে অভিনয় ছাড়া, অন্য নানান প্লান। প্রথমে অবশ্য পরিচালনায় আসবেন ঠিক করেছিলেন। 

তবে সে পথে আপাতত না। তারপর হঠাৎ খবর, অ্যালকোহলের ব্র্য়ান্ড খুলেছেন আরিয়ান। আর এবার তো সোজাসুজি জামাকাপড়ের ব্যবসায় নেমে পড়লেন শাহরুখপুত্র আরিয়ান। যার নাম ড্য়াভোল ডট এক্স। আর সেই পোশাক কোম্পানির আসন্ন প্রচারের অঙ্গ হয়ে উঠলেন শাহরুখ খান। 

টুইটারে পোস্ট করলেন প্রোমোও। ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। 

এবারটাও আরিয়ান পাশে পেলেন তাকে। শাহরুখের হাত ধরেই নতুন ব্যবসায় পা রাখলেন আরিয়ান খান। অন্যদিকে, বিদেশের এক জনপ্রিয় সুরা কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান। খুব শীঘ্রই এদেশে সেই ব্র্যান্ডের নতুন সুরা লঞ্চ করতে চলেছেন তিনি। 

তবে শুধুই সুরা নয়, সুরাপানের সঙ্গে জড়িত নানা সরঞ্জাম তৈরি করবে আরিয়ানের এই ব্র্যান্ড। ইতিমধ্য়েই আরিয়ানের সঙ্গে যাবতীয় ব্যবসায়ীক চুক্তি সই করে ফেলেছে সংস্থা। নতুন এই ব্যবসা নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরিয়ানের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে