বিনোদন ডেস্ক: স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহার সঙ্গে সংসার করছেন আলিয়া ভাট। ধীরে ধীরে স্বপ্নের মতো করে গুছিয়ে নিচ্ছেন ঘর-বাড়ি। আর এবার তো নিজেকে যেন আরও মেলে ধরতে চলেছেন তিনি। সেই কারণেই মুম্বাইয়ের পালি হিল এলাকায় ৩৭.৮০ কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনে ফেললেন আলিয়া।
শুধু কী তাই, সেই বাড়ির দুটি ফ্লাট উপহার দিলেন বোন শাহিন ভাটকে। আলিয়ার এই অ্যাপার্টমেন্ট প্রায় ২,৪৯৭ স্কোয়ার ফিট। আলিয়া এটি নিজের নামে নয়, বরং এটি কিনেছেন তার প্রোডাকশন হাউস ইটারনাল সানসাইন প্রোডাকশনের নামে। এপ্রিল মাসের ১০ তারিখ আলিয়ার নতুন বাড়ি রেজিস্ট্রার হয়েছে।
সম্প্রতি আলিয়া ও রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, পায়ের চটি বাইরে খুলে আদিত্য চোপড়ার বাড়িতে ঢুকছেন তারা। সেখানেই দেখা গেল আলিয়া তার পায়ের চটি খুলতেই, আলিয়ার চটি হাতে নিয়ে ঘরের ভিতর রাখলেন রণবীর!
নেটিজেনদের মতে, সঙ্গী এরকমই হওয়া উচিত। প্রসঙ্গত, ফের শুরু হতে চলেছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। ইতিমধ্যে এই শোয়ে কারা আসবেন তা নিয়ে জল্পনা বলিউডে। তবে প্রথম এপিসোডে নাকি রণবীর কাপুর ও আলিয়া ভাট হাজির হবেন। সঙ্গে নাকি থাকতে পারে আলিয়া-রণবীরের মেয়েও।